জাতীয়
অল্পের জন্য বেঁচে গেলেন রুহুল কবির রিজভী

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বিএনপি সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার) বিকেল পৌনে তিনটার দিকে যশোর মহাসড়কে রিজভীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় তার সঙ্গে গাড়িতে ছিলেন বিএপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম।
ঘটনাস্থল থেকে মোবাইলফোনে রুহুল কবির রিজভী জানান, বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে। বাজার পার হওয়ার সময় পেছন থেকে একটি ভ্যান এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটি যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।
এমন গুরুত্বপূর্ন আরো তথ্য জানতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd