অ্যাপসে নিবন্ধন করেই নিতে হবে করোনা ভ্যাকসিন: মীরজাদী ফ্লোরা

এই মাসের শেষদিকেই দেশে আসবে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। তবে এই ভ্যাকসিন কিভাবে দেয়া হবে তা নিয়ে রয়েছে জনমনে আগ্রহ। করোনাভ্যাকসিন কাদের দেয়া হবে সেই তালিকা এখন চূড়ান্ত পর্যায়ে। অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আর এই অ্যাপস তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন তিনি।
আজ (শনিবার) বিএমএ ভবনে বাংলাদেশ হেলথ রিপোটার্স ফোরাম আয়োজিত ‘কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা ক্লোন প্রেক্ষাপট বাংলাদে ‘ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। অনলাইনের মাধ্যমে এই সভায় যুক্ত হন তিনি।
সেব্রিনা ফ্লোরা বলেন, এই অ্যাপসটির মাধ্যমে ভ্যাকসিন গ্রহনের সময় জানিয়ে দেয়া হবে। ভ্যাকসিন কীভাবে দেয়া হবে এবং কারা পাবেন সে বিষয় নিয়ে কাজ চলছে। ভ্যাকসিন দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে তা কিভাবে ম্যানেজ করা হবে তা নিয়েও কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পেতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। প্রথম ধাপে এই মাসের শেষে ভ্যাকসিন পাবার আশা করছে স্বাস্থ্য মন্ত্রনালয়। এরমধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
এই বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd