১১ খনি শ্রমিককে হত্যার দায় স্বীকার করল ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠি আইএস

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জন খনি শ্রমিককে হত্যার দায় স্বীকার করেছে আইএস। শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে কয়লা খনির কাছেই হত্য করে ইসলামকি স্টেট গ্রুপটি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, এই হত্যাকে অমানবিক সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানিয়েছেন। ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিলেন বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলে ধারনকৃত এক ভিডিওতে দেখা গেছে, মৃতদেহগুলো একটি ছোট্ট ঘরের মেঝেতে পড়ে রয়েছে। প্রত্যেকের দুটো হাত একসাথে বাধাঁ ছিল।
এদিকে, সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হাজারা সম্প্রদায়ের সদস্যদের উপর এমন হামলার ঘটনা এর আগেও ঘটেছে। ঘটনার বিচারের দাবিতে মৃতদেহগুলো প্রধান রাস্তায় ফেলে রাখে বিক্ষোভকারীরা। দ্রুতই এই ঘটনার বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd