ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে আন্তজার্তিক ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশের

প্রায় ১ বছর পর আবারো দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ম্যাচ দিয়ে আবারো আন্তজার্তিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর মাঠে ফিরলেও টাইগারদের শুরুটা হলো রাজকীয়। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা।
অবশ্য টাইগারদের জয় বলতে গেলে প্রথম ইনিংসের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল। কারন টসে হেরে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাকিবের ঘুর্নিতে সফরকারীরা ইনিংসের শুরু থেকে বিপাকে ছিল। অনেকটা সময় পরে আন্তজার্তিক ক্রিকেটে ফিরে মাত্র ৮ রানে ৪ উইকেটের পর ব্যাট হাতে করেছেন ১৯ রান। যা দলকে সহজ জয় এনে দিতে সাহায্য করেছে।
১২৩ রানে টার্গেটে ব্যাটে নেমে শুরু থেকেই মারমুখী ছিল লিটন-তামিম। তবে লিটন বেশিক্ষন টিকতে না পারলেও তামিম অবশ্য ভালোই করেছেন। ৪৪ রান করে তামিম বিদায় নিলে মুশফিক ও সাকিব মিলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করে।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে।
আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd