ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা, ঠাঁই হলো না মাশরাফীর

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। ২৪ সদস্যের ঘোষিত এই দলে জায়গা হয়নি অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। এই দলে জায়গা হয়নি অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার।
এদিকে মাশরাফি কেন দলে নেই, এই বিষয়ে জানতে চাইলে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মাশরাফির ব্যপারে আমরা তার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। তাই এই ব্যপারে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। আশা করছি তার জায়গায় নতুনরা নিজেদের প্রমাণ করতে পারবে।
এর আগে দল ঘোষণা করেছে উইন্ডিজ। পূর্নশক্তির দল না পাঠিয়ে তুলনামূলক সহজ দল পাঠানোর সিদ্ধান্ত ক্যরিবীয়দের। ১০ জানুয়ারি থেকে শুরু হবে টাইগারদের মাঠের প্রস্তুতি। এরপর ২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওডিআই এর মধ্য দিয়ে আন্তজার্তিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।
ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের ওডিআই স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান ও রুবেল হোসেন।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd