করোনা ভ্যাকসিনের উদ্বোধন কুর্মিটোলা হাসপাতালে

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার করোনা ভ্যাকসিন টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে। টিকাদান কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন শ্রেণী ও পেশার ২০-২৫ জন নাগরিককে টিকা দেয়া হবে।
এদের মধ্যে ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইনে যারা কাজ করছেন তারা তো থাকবেনই, পাশাপাশি শিক্ষক, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, পুলিশ ও গনমাধ্যমকর্মীদের বেশ কিছু প্রতিনিধি থাকবে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবে বৃক্ততা দেবেন।
বুধবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় করোনা ভ্যাকসিন নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নান।
ভ্যাকসিন দেয়ার পর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা আগামী এক সপ্তাহ পর্যবেক্ষনে করে দেখা হবে। এরই মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর মাধ্যম চুক্তি অনুযায়ী বিভিন্ন জেলাগুলোতে পৌঁছে দেয়া হবে।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd