ভ্যাকসিনে অগ্রাধিকার পাবেন ক্রিকেটাররা

চলতি সপ্তাহেই দেশে আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন। যদিও প্রথম ধাপে সবাই পাবে না এই ভ্যাকসিন। অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। যে অগ্রাধিকারের তালিকা আছে মুক্তিযোদ্ধা, স্বাস্থ্যকর্মী, গনমাধ্যমকর্মী, বিভিন্ন মন্ত্রনালয়, পুলিশ বিভাগসহ আরো কয়েকটি ক্ষেত্র। অবশ্য এই তালিকায় আপাতত নেই ক্রিকেটাররা।
তবে অগ্রাধিকার তালিকায় ক্রিকেটারদেরও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে বিসিবিবির পক্ষ থেকে। এমনটিই জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। রবিবার রাজধানীর দি ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা মাননীয় ক্রীড়ামন্ত্রীর সাথে কথা হয়েছে , তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, খেলোয়াড়দের প্রাধান্য দেয়া হবে। তবে ক্রিকেটাররা কোন ভ্যাকসিন নিবে সেটি এখনও নিশ্চিত নয়। সরকার যেটি অনুমোদন দেবে সেটিই দেয়া হবে তাদের।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুুন: http://facebook.com/rajtvbd