জন্মের আগেই গর্ভে থাকা জমজ সন্তান বিক্রি

অভাবের তাড়নায় মানুষ কত কিছুই না করে, তাই বলে গর্ভে থাকা সন্তান বিক্রি ? শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে জামালপুরে। দিন মজুর আলী আকবর তার জমজ সন্তান জন্মের পূর্বেই প্রতিবেশীর কাছে বিক্রি করে দেয়।
জন্মের তিনদিনের মাথায় সদ্যজাত সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন মা মর্জিনা বেগম। ঘটনা জানাজানি হলে পুলিশের সহায়তায় আটক করা হয় প্রতিবেশী জাহিদুলকে, উদ্ধার করা হয় জমজ ভাই-বোনকে। এখনও তাদের নাম ঠিক হয়নি।
উল্লেখ্য, আলী আকবর ও মর্জিনা বেগমের অভাবের সংসার। মর্জিনা বেগমের রয়েছে আরো ৫ সন্তান। গত ২৭ ডিসেম্বর সিজারের মাধ্যমে দুই নবজাতকের জন্ম দেন মর্জিনা । স্ত্রীর অস্ত্রোপচার ও চিকিৎসা ব্যয় মেটাতে গিয়েই গর্ভে থাকা জোড়া সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন আকবর , এমনটাই জানিয়েছে পুলিশ।
এমন ভিন্নধর্মী আরো তথ্য পেতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd