জামাই মেলায় মাছের সমাহার

বাণিজ্য মেলা, বই মেলা, বৃক্ষ মেলাসহ কতশত মেলার নাম আমরা শুনেছি, তবে কেউ কি জামাই মেলার নাম শুনেছেন? হয়তো শুনেছেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে গাজীপুরে বিনিরাইল বাজারে বসেছে ব্যাতিক্রমধর্মী এই জামাই মেলা।
প্রায় আড়াইশ বছরের পুরনো এই মেলাটি প্রতি বছর হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। স্থানীয় জামাই এবং শ্বশুরদের মধ্যে চলে কে কত বড় মাছ কিনতে পারে, সেই প্রতিযোগীতা চলে । প্রায় প্রতিবছর সারাদেশ থেকে এখানে মাছ নিয়ে আসেন। আর দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা ছুটে আসেন মাছ কিনতে।
আজ, উপজেলার জাঙ্গালীয়া , জামালপুর ইউনিয়নের ত্রি-মোহনার বিনিরাইল গ্রামের বিরাট এলাকাজুড়ে মাছের পসরা সাজিয়ে বসেন ক্রেতারা। প্রায় ১ হাজারের বেশি স্টল নিয়ে বসেন বিক্রেতারা। করোনা পরিস্থিতির কারনে এবার লোকসমাগম আগের যেকোনো্ বারের তুলনায় কিছুটা কম।
মেলার মাছ বিক্রেতারা জানান, বিনিরাইল মাছের মেলায় মাছ কেনার চেয়ে দেখতে আসা মানুষের সংখ্যাই বেশি। তবে বিক্রিও একেবারে খারাপ নয়।
এমন ভিন্নধর্মী আরো তথ্য পেতে ভিজিট করুন: http://www.facebook.com/rajtvbd