জামালপুরে চিকিৎসক নিগ্রহ: জড়িতদের বিচারের দাবি বিএমএ’র

জামালপুরে চিকিৎসক নিগ্রহের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুতই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য আহবান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন(বিএমএ)। বিএমএ’র দপ্তর সম্পাদক কৃর্তক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে , গত ২৫ ডিসেম্বর রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল দৃষ্কৃতকারী জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভাংচুর ও কর্মরত চিকিৎসকসহ অন্যান্য ষ্টাফদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিএমএ। পাশাপাশি জড়িতদের শাস্তি নিশ্চিত করতে বিএমএ জামালপুর শাখার নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে বিএমএর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর আহত হয়ে এক রোগী মৃত্যুবরন করেন। এসময় রোগীর স্বজনরা চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা ও ভাঙচুর চালায়। এতে বেশ কয়েকজন চিকিৎসক আহত হন।
পুরো বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন:

এ বিষয়ে আরো জানতে চোখ রাখুন : https://www.facebook.com/rajtvbd