ট্রাম্প-বাইডেনের ভাগ্য পরীক্ষা আজ, কে হাসবে শেষ হাসি?

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আজ দুই সিনেট আসনের রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই নির্বাচনের উপর সংখ্যাগরিষ্ঠ সিনেটের সঙ্গে বাইডেনের-ট্রাম্পের চূড়ান্ত ভাগ্য পরীক্ষাও নির্ভর করছে। আর তাই মার্কিনিদের চোখ এখন জর্জিয়ার উপর। আজ সকাল ৭ টা থেকে শুরু হওয়া এই রান অফ নির্বাচনের ভোট গ্রহন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
পূর্ব জনমতে জরিপগুলোর ফল বলছে, আজ দুই প্রার্থীর মধ্যে বেশ লড়াই হবে, তাই বলা কঠিন শেষ হাসি কে হাসবে। এদিকে, মার্কিন গনমাধ্যম সিএএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ বছরের পূর্ন মেয়াদের জন্য রিপাবলিকান দল থেকে লড়াই করা সিনেটর ডেভিড পারডুর প্রতি ভোটারদের সমর্থন রয়েছে ৪৮ শতাংশ। আর জন ওসফের রয়েছে ৪৯ শতাংশ। ফলে কে জয়ী হবে সেটি বলা বেশ মুশকিল।
এখন দেখার বিষয় ট্রাম্পের শেষ ধাক্কা শেষমেষ এই দুই সিনেটর কাটিয়ে উঠতে পারেনকি কিনা, সেজন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুটা সময়।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd