দেশের প্রথম দম্পতি হিসেবে ভ্যাকসিন নিলেন ডা. মোস্তফা-ডা. ফাতেমা

দেশের প্রথম দম্পতি হিসেবে করোনার ভ্যাকসিন নিলেন বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও তার স্ত্রী সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমার । এই দম্পতির দুইজনই দেশের বিশিষ্ট চিকিৎসক।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল দশটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে এই চিকিৎসক দম্পতি ভারত থেকে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেন।
ডা. মোস্তফা জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার স্ত্রী ডা. কানিজ ফাতেমা একই বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
ভ্যাকসিন নেয়ার পর গনমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে অধ্যাপক ডা. মোস্তফা জামান জানালেন, ”ভ্যাকসিন নেওয়ার পর তারা দুু’জনেই বেশ ভালো আছেন। হাতে সামান্য ব্যাথা ছাড়া তেমন কোনো অসুবিধা বোধ করছেন না”।
তিনি আরো বলেন, আমার মা বারবার কল করে খোঁজ নিচ্ছেন। ভালো আছি কিনা। প্রথম দম্পতি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। আমরা আসলে একটা মেসেজ দিতে চেয়েছি, সেটা হলো ভয়, কুসংস্কারকে পেছনে ফেলে বিজ্ঞানভিত্তিক চিন্তা করা।
বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা বলেন, ”ভ্যাকসিন নেওয়ার পর আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। আমরা সবাই যেহেতু নানা ধরনের ভ্যাকসিনের সাথে অভ্যস্ত, সেসব ক্ষেত্রে যেমন প্রতিক্রিয়া থাকে এ ক্ষেত্রে তার চেয়ে বেশি কিছু নয়। আমাকে অনেকেই ভ্যাকসিন নিতে নিরুৎসাহিত করেছিল। তাদের মনে এক ধরনের ভীতি দেখেছি। কিন্তু আমরা বিজ্ঞানের মানুষ, বিজ্ঞানভিত্তিক চিন্তা করা উচিত, ভয় পেলে চলবে না”।
এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া করোনার ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd