দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নিলেন মুস্তাফিজরা

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন নেওয়ার কর্মসূচি। প্রথম দিন তামিম ইকবাল, সৌম্য সরকারসহ বেশ কয়েকজন ক্রিকেটার ভ্যাকসিন নিয়েছেন।
দ্বিতীয় ধাপে আজ শনিবার ভ্যাকসিন নিয়েছেন আরো নয় ক্রিকেটার। তাঁরা হলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন ও হাসান মাহমুদ।
আজ সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ক্রিকেটাররা। এর আগে প্রথমদিন টিকা নেন তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ ও নাসুম হোসেন। ওইদিন ভ্যাকসিন নেন কোচিং স্টাফেরাও।
এদিকে গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে সৈকত ছাড়াও আছেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এ ছাড়া কোনো চমক নেই। আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd