
ভারতের সুপার লিগ ( আইএসএল) এ খেলে ভক্ত-সমর্থকদের নজর কেড়েছেন এসসি ইস্টবেঙ্গল দলের অন্যতম ভরসা জার্মান ফুটবলার মাত্বি স্টেইনম্যান। এবার মাঠের বাইরের কাজেও প্রশংসায় ভাসছেন তিনি।
মূলত, ভারতে পানির সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ নিয়েছেন এক ফুটবলার। খেলা চলাকালীন প্রতি কিলোমিটার দৌড়ানোর জন্য ১০ ডলার করে দান করবেন তিনি। এই জন্য হামবুর্গের ভাইভা কন অ্যাগুয়া নামের একটি এনজিওর সাথে চুক্তিবদ্ধ হন তিনি। আর এই কর্মসূচির নাম দিয়েছেন মাত্বি রানস ফর ওয়াটার ।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বৃষ্টির পানি থেকে খাবার পানি তৈরির একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত ভাইভা কন অ্যাগুয়া নামের প্রতিষ্ঠানটি। ভারতের আরো একাধিক প্রকল্পে কাজ করছে তারা। আর এই কথা জানতে পেরেই এগিয়ে যান জার্মান অনূর্ধ্ব-২০ দলের প্রতিনিধিত্ব করা এই খেলোযাড়।
এমন আরো তথ্য জানতে চোখ রাখুন: .facebook.com/rajtvbd