খেলা
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজের নাম

একমাত্র বাংলাদেশী হিসাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২৫ বিদেশি খেলোয়াড়ের প্ল্যাটিনাম রোস্টার প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের দেয়া তথ্যমতে এবারের এইচবিএল পিএসএলের নিলাম অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে আগামী ১০ জানুয়ারী যা অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে।
বাংলাদেশী এই বাঁহাতি পেসার ছাড়াও প্ল্যাটিনাম বিভাগে ২৫ বিদেশি খেলোয়াড়ের মধ্যে রয়েছেন ক্রিস গেইল, রশিদ খান, ডেল স্টেইন, ক্রিস লিন, ব্রাভো ও সন্দিপ লামিচানের মতো তারকা সব খেলোয়াড়রা যারা পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক। টুর্নামেন্টটি আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd