রাশিয়ায় পুতিন বিরোধী নজিরবিহীন বিক্ষোভ, তিন হাজারের বেশি গ্রেফতার

রাশিয়ায় কারাদন্ডপ্রাপ্ত বিরোধী নেতা অ্যালেক্স নাভালির সমর্থনে হওয়া বিক্ষোভে যোগ দেয়ায় ৩ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এমনটাই জানিয়েছেন পর্যবেক্ষকরা।
সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে হওয়া অন্যতম এই বিক্ষোভ র্যালিগুলোত বিপুল সংখ্যক উপস্থিত থাকলেও হাজার হাজার মানুষ অংশ নেন। শুধু তাই নয়, মস্কোতে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের উপর শারীরিকভাবে নির্যাতন করলেও বিক্ষোভকারীদের দমানো যায়নি।
প্রেসিডেন্ট পুতিনের সমালোচকদের মধ্যে আলোচিত ব্যক্তি অ্যালেক্স নাভালি গত রবিবার গ্রেফতার হওয়ার পর এই বিক্ষোভের ডাক দেন।
গত বছরের আগস্টে রাশিয়ায় মি.নাভালির উপর স্নায়ু বিকল করার বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়। আর এর পর থেকেই তিনি চিকিৎসার জন্য বার্লিনে অবস্থান করছিলেন।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd