ফের চীন-ভারতের সংঘর্ষ, দু’পক্ষেই ক্ষয়ক্ষতি

বিতর্কিত সীমান্তে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়েছে চীন এবং ভারতীয় সেনাবাহিনী। ভারতের বিভিন্ন গনমাধ্যমের খবরে ওই সংঘর্ষের খবর নিশ্চিত করা হয়েছে। আর এবারের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই বেশকজন সেনা সদস্য আহত হয়েছে।
সিকিমের উত্তরাঞ্চলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এই বিষয়ে সোমবার ভারতের বিভিন্ন গনমাধ্যমে এই ঘটনার জন্য চীনের উস্কানিমূলক কর্মকান্ডকে দায়ী করা হয়। তবে ওই সংঘর্ষে কতজন ভারতীয় সেনা নিহত হয়েছে সেই তথ্য এইখও প্রকাশ করেনি ভারতীয় সেনাবাহিনী।
সেনা সূত্রে জানা গেছে, গালওয়ানে সংঘর্ষের মতোই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তে নাকু লা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল চীনা সেনারা। সেসময় আবহাওয়া খারাপ থাকায় তারে রাতের আধাঁরে প্রবেশের চেষ্টা চালিয়েছে। কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবল বাধাঁ দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। আর এতে চীনের অন্তত ২০ জন সেনা সদস্য ওই ঘটনায় আহত হয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। অপরদিকে ভারতের ৪ জন জওয়ান জখম হয়েছিল।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd