বিদেশি নৌযানে গুলি করার অনুমতি দিল চীন

সমুদ্রসীমায় বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়ে নতুন কোস্টগার্ড আইন পাস করেছে চীন। ফলে দক্ষিণ চীন সাগর এর আশপাশের জলসীমায় উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব চীন সাগরে জাপান এবং দক্ষিণ চীন সাগরে দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে অনেক আগে থেকেই বিরোধ রয়েছে চীনের। চীনের বিতর্কিত এলাকাগুলোতে কোস্টগার্ড দিয়ে বিভিন্ন দেশের মাছধরা নৌযানগুলোকে প্রায়ই তাড়া করে, অনেকসময় সেগুলো ডুবিয়েও দেয়া হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, গত শুক্রবার দেশটির শীর্ষ আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি কোস্টগার্ড আইন পাস করেছে। এমনকি, অন্য দেশের নৌযান বা কর্মকর্তাদের প্রবেশ রোধে প্রয়োজনে সাময়িক ‘এক্সক্লুশন জোন’ তৈরির ক্ষমতাও দেয়া হয়েছে চীনা কোস্টগার্ড বাহিনীকে।
চীনের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিরোধ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে মার্কিনিদের। এসব দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে বেইজিংয়েরও।
এদিকে, উদ্বেগের বিষয়টি উড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং দাবি করেছেন, আন্তর্জাতিক নীতি অনুসারেই তাদের নতুন কোস্টগার্ড আইন করা হয়েছে।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd