বিসিবি’র নতুন নির্বাচক হলেন রাজ্জাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক। অনলাইনে হওয়া বোর্ডের এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।করোনাকালে দীর্ঘ ১০ মাস পর বুধবার (২৭ জানুয়ারি) বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠক বসেছিল। সেখানে অন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এটিও গৃহিত হয়। এর ফলে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় নির্বাচক হবেন জাতীয় দলের এক সময়ের এই বাঁহাতি স্পিনার।
আর নির্বাচক হবার পর রাজ্জাক জানালেন, মাঠের ক্রিকেটার হওয়ার কারণে বর্তমান প্রজন্ম সম্পর্কে তার জানা-শোনা ভালো। যে বিষয়টা তার কাজেও অনেক সহযোগিতা করবে। রাজ্জাক বলেন, ‘মাঠে থাকার কারণে ক্রিকেটারদের কাছাকাছি থাকা, তাদেরকে কাছ থেকে দেখা, শোনা কিংবা বোঝাটা আমার জন্য খুব সহজ। এমনকি তাদের মেন্টালিটি বোঝাটাও আমার জন্য সহজ হবে এবং আমার কাজের ক্ষেত্রে অনেক হেল্প করবে।’
জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে। সর্বশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন ২০১৪ সালে। এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ আবদুর রাজ্জাক। গত প্রিমিয়ার লিগেও ছিলেন মোহামেডানের অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটকে গুডবাই জানানোর আগেই আবদুর রাজ্জাককে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমনের সঙ্গী হলেন রাজ্জাক।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd