বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

জেফ বেজোসকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা নিজের নামে করে নিয়েছেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। তিনি এখন ১৮৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক।
টেসলার শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধির কারনে তিনি অ্যামাজনের মালিক জেফ বেজোসকে সরিয়ে প্রথম স্থানে উঠে এসেছে। এমনটিই জানিয়েছে বিবিসি। করোনা মহামারির মধ্যেও হু হু করেও বেড়েছে টেসলার বাণিজ্য। গত শুক্রবার টেসলার বাজার মূলধন ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, আর তাতেই মাস্কের বাজিমাত।
করোনাতে শুধু যে মাস্কের সম্পদের পরিমান বেড়েছে তা কিন্তু নয়, বেজসের সম্পদের পরিমানও বেড়েছে, তবে তার সাবেক স্ত্রী ম্যাকেইন স্কটকে লিখে দেন, আর এর ফলেই বেজসকে পেছনে ফেলে শীর্ষ ধনী বনে যান মাস্ক।
এই বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd