মাগুরায় দুই মাথাওয়ালা এক অবিশ্বাস্য শিশুর জন্ম !

মঙ্গলবার এক অদ্ভূত কন্যাশিশুর জন্ম হয়েছে মাগুরার এক হাসপাতালে। নবজাতকের গলা এবং মেরুদণ্ড একটি করে। কিন্তু শিশুটির মাথা দুটি। মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে এ শিশুর জন্ম দেন সোনালি বেগম নামের এক প্রসূতি।
সোনালি বেগম মাগুরা সদরের জগদল গ্রামের কৃষক পলাশ মোল্লার স্ত্রী। বিরল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন ডাঃ মাসুদুল হক। অস্ত্রোপচার শেষে তিনি জানান , “বিকেল ৪টায় সিজারিয়ানের মাধ্যমে শিশুটি জন্ম নেয়। জন্মের সময় বাচ্চাটি স্বাভাবিক কান্নাকাটি ও মলমূত্র ত্যাগ করেছে। বর্তমানে মা ও মেয়ে সুস্থ্য আছে। শিশুটির মাথা দু’টি। তবে দুটি করে হাত পাসহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অন্য নবজাতকের মতো স্বাভাবিক। পৃথিবীতে এ ধরনের জন্ম নেয়া শিশুর সংখ্যা খুবই কম।”
এদিকে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্মের সংবাদ শুনে উৎসুক জনতা হাসপাতালে এসে ভিড় করেন এক নজর ওই শিশুটিকে দেখার জন্য। শিশুটির পরিবারের সদস্যরা জানান, , ‘বাচ্চা ও তার মা এখন হাসপাতালেই আছেন। পরবর্তীতে যদি কোনও সমস্যা দেখি, তাহলে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাবো।’
এই বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd