উত্তপ্ত ওয়াশিংটন, নিহত বেড়ে ৪

গতকাল বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ‘ক্যাপিটাল’-এ হামলা চালায়। নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়। হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত অনেকে।
ওয়াশিংটন পুলিশের বরাত দিয়ে রয়টার্স বলছে, ক্যাপিটাল ভবন ঘিরে হামলা-সংঘাত-সংঘর্ষ চলাকালে যে ব্যক্তি নিহত হয়েছেন, তিনি একজন নারী। তিনি গুলিতে নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি বলছে, ওই নারী ক্যাপিটাল ভবনের ভেতরেই নিহত হন। তিনি ট্রাম্প-সমর্থক বলে মনে করা হচ্ছে। পার্লামেন্টে বা ক্যাপিটাল ভবনে ডোনাল্ড ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনার পর জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যাখানে কংগ্রেসের যৌথ অধিবেশন ফের শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ নেওয়ার কথা। অনানুষ্ঠানিকভাবে ইলেক্টারাল কলেজ ভোটে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টারাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি।
এই বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd