সীমান্তে সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতের পুলিশ, জানে না বাংলাদেশ

সম্প্রতি ভারতের আসাম আর বাংলাদেশের জকিগঞ্জ সীমান্তে প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতীয় পুলিশ। এই সুড়ঙ্গটি মূলত চোরাচালানসহ নানা অপরাধের জন্য ব্যবহার করা হতো বলে ধারণা করছে ভারতীয় কর্মকর্তারা। তবে এই বিষয়ে বাংলাদেশের পুলিশের কিছু জানা নেই বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, সুড়ঙ্গটি বন্ধ করে দেয়ার জন্য তারা বিএসএফকে জানিয়েছে। এখন সেটি বন্ধ করে দেয়ার জন্য তারা কাজ করছে। আসামের করিমগঞ্জে এই সুড়ঙ্গটি পাওয়া গেছে বলে জানানো হয়েছে ভারতের পুলিশের পক্ষ থেকে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তে সুড়ঙ্গ পাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও দুই দেশের সীমান্তে বিভিন্ন এলাকায় নানা সময় সুড়ঙ্গ পাওয়া গেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় আড়াই হাজার মাইলের সীমান্ত রয়েছে।
এমন ভিন্নধর্মী আরো তথ্য জানতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd