স্বাস্থ্য বুলেটিনের পর এবার শুরু হচ্ছে ভ্যাকসিন বুলেটিন

ফেব্রুয়ারী মাস থেকে চালু হতে পারে স্বাস্থ্য বুলেটিনের মত করোনা ভ্যাকসিন নিয়ে নিয়মিত আপডেট ‘ভ্যাকসিন বুলেটিন’। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে শুরু হওয়া প্রথম ধাপের টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাতে নিয়মিত এ বুলেটিন প্রচারের পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই সার্বিক বিষয়টি নিয়মিত তদারকি করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। ঠিক কবে নাগাদ এই বুলেটিন প্রচার হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি । তিনি জানান, করোনার শুরুর প্রথম দিকে স্বাস্থ্য বুলেটিনের মতো একটা ভ্যাকসিন বুলেটিন হবে, এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের ইচ্ছা।
এ ধরনের বুলেটিন নিয়মিত প্রচার হলে করোনা ভ্যাকসিন নিয়ে নিয়মিত আপডেট তথ্যটা সবাই যথাযথভাবে জানতে পাবে। এমন বড় একটা কাজের প্রচারও অনেক বড় একটা বিষয়। আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়া। যার মাধ্যমে মানুষ সঠিক আপডেট তথ্য ও দিকনির্দেশনা পাবে। অন্যথায় একেক মিডিয়ায় একেক তথ্য আসবে। একজন মানুষ কোথায় গিয়ে টিকা নেবে, কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবে, এসব নিয়ে বিভ্রান্তি তৈরি হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://facebook.com/rajtvbd