১ মাসের মধ্যেই আসবে করোনা ভ্যাকসিন: পাপন

করোনার ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করলেও আগামী একমাসের মধ্যে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের দেশ থেকে অনুমোদন পাওয়ার একমাসের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যাবো। ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে চিন্তিত নন নাজমুল হাসান পাপন। তিনি আশা করছেন ভ্যাকসিন আসলে ৬টি ধাপে ৫০ লক্ষ করে মোট কোটি ভ্যাকসিন দিবো।
উল্লেখ্য, গতকাল একটি আন্তজার্তিক সংবাদ মাধ্যমে ভারত সরকার কৃর্তক অক্সফোর্ড বিদেশে পাঠানোর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd