২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুই স্বর্ণসহ ১৫ পদক বাংলাদেশের

দক্ষিণ কোরিয়ার ডেইগুতে অনুষ্ঠিত ২২ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) দু’টি স্বর্ণ, দুটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জসহ আরও ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশ। কোভিড -১৯ মহামারীর কারণে এবারের রোবটিক্স অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়েছিল অনলাইনে।
বাংলাদেশ দল গত ১২ ও ১৩ ডিসেম্বর রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টার থেকে ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক রোবোটিক্স অলিম্পিয়াডের জন্য এই বছরের থিমটি ছিল রোবট: দ্য ফিউচার ট্রান্সপোর্টেশন।
প্রতিযোগিতার “ক্রিয়েটিভ বিভাগ”- এ পরপর তিন বছর স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের জুনিয়র গ্রুপ। ২০১৮ সালে, প্রথমবারের মতো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিয়েছিল বাংলাদেশ তখন একটি স্বর্ণ এবং একটি প্রযুক্তিগত পুরস্কার জিতেছিল।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: https://www.facebook.com/rajtvbd