২-১ দিনের মধ্যেই আসবে আরো ৫০ লাখ টিকা

আগামী ২-১ দিনের মধ্যেই ভারত থেকে আরও ৫০ লাখ করোনার টিকা দেশে আসবে, এমনটাই জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান পাপন। গতকাল ২৩ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
পাপন বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট এর সঙ্গে যে চুক্তি হয়েছে, তার মধ্যে প্রথম চালান অর্থাৎ ৫০ লাখ ডোজ আগামী ২-১ দিনের মধ্যেই আসবে”। এর আগে গত ২১ জানুয়ারি ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে ২০লাখ ডোজ ভ্যাকসিন দেয়।
এদিকে আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে এক নার্সের শরীরে পুশ করার মাধ্যমে এই ভ্যাকসিন কর্মসূচির শুরু হবে। আর এর পর ক্রমান্বয়ে পুরো দেশজুড়ে দেয়া হবে। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এরই মধ্যে একটি গাইডলাইন প্রস্তুত করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর টিকা নিয়ে অযথা ভয় বা আবেগ তাড়িত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এই বিষয়ে আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd