৪-৫ দিনের মধ্যে সারাদেশে পৌঁছাবে ভ্যাকসিন: পাপন

দেশে এসেছে ভারত থেকে কেনা ৩ কোটি ডোজ ভ্যাকসিনের প্রথম চালানের ৫০ লাখ টিকা। সোমবার বিমানবন্দরের ৮ নম্বর গেটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। আর আগামী ৪-৫ দিনের মধ্যে দেশের সব জেলাতে ভ্যাকসিন পৌছেঁ যাবে এমনটাই বলেছেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান পাপন।
আজ ভ্যাকসিন গ্রহন অনুষ্ঠান শেষে এইসব কথা জানান তিনি। প্রতিটি ভ্যাকসিনের স্যাম্পল আমরা ওষুধ প্রশাসনের ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করতে। তারা ছাড়পত্র দিলে প্রতিটি জেলায় আমরা পৌঁছে দেবো। আমরা ধারণা করছি, ৪৮ ঘন্টার পর থেকে অথবা ৪-৫ দিনের মধ্যে এই ভ্যাকসিনগুলো দেশের সব জেলায় পৌঁছে দিতে পারবো।
তিনি আরো বলেন, এখন থেকে আমরা প্রতিমাসেই ৫০ লাখ ডোজ ভ্যাকসিন বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশে আসবে। এই ভ্যাকসিন পরিবহনের জন্য আমরা বিশেষ কার্ভার্ড ভ্যান কিনেছি। যা আমাদের কাছে আগে ছিল না। আজ ৯টি ভ্যান ভ্যাকসিন বহন করছে, মার্চ নাগাদ আরও বেশকিছু ভ্যান আসবে।
এমন আরো তথ্য পেতে চোখ রাখুন: http://facebook.com/rajtvbd